KHONDKER SHAMS UDDIN SMRITY HIGH SCHOOL
  ||  

Message from Institute Head

Institute Head

Khondker Mohammad Zakir Hossain

যার নামে এ বিদ্যালয় তার স্মৃতি রক্ষার্থে তার সুযোগ্য পাঁচ পুত্র ১৯৮৫ সালে খন্দকার শামস্ উদ্দিন স্মৃতি ট্রাস্ট গঠন করেন। তার জোষ্ঠপুত্র জনাব খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ বাংলাদেশ সুপ্রিম কোটের সিনিয়র এডভোকেট এই ট্রাস্টের সভাপতি। পিতার স্মৃতি রক্ষার্থে গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর উত্তর পাড়ার জনগনের সহযোগিতায় ১৯৮৬ সালে মাত্র ১২৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে ট্রাস্টের  অধীনে খন্দকার শামস্ উদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা করেন। ট্রাস্টের সভাপতির অক্লান্ত পরিশ্রম-ঐকান্তিক প্রচেষ্ঠা এবং অর্থ ব্যায়ে বিদ্যালয়ের  উন্নয়ন হতে থাকে। যার ফলে ছাত্র-ছাত্রীর বর্তমান সংখ্যা ৬০০ এর উর্ধে। দোতালা বিরাট ভবন খেলার মাঠ, দীঘী, সবুজ বনজবৃক্ষসহ ঢাকা-মোংলা মহাসড়কের অতি সন্নিকটে মনোরম ও স্বাস্থকর পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত।

 

প্রতিষ্ঠাতা সভাপতি জনাব খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ তাঁর শেষ নিশ্বাস ত্যাগের আগ পর্য়ন্ত অত্র বিদ্যালয়ের উন্নিতি সহ সার্বিক খোঁজখবর রাখতেন। ২০১৪ সালের ১ মার্চ এই উদার মহৎ ব্যক্তিটি তাঁর পুত্রের ঢাকায় অবস্থিত উত্তরার বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি------রাজেউন)। তার মৃত্যুর পর এক মাত্র সুযোগ্য পুত্র জনাব খন্দকার সামস্ উদ্দিন মাহমুদ (অধ্যক্ষ, সেন্ট্রাল 'ল' কলেজ, বিজয় নগর, ঢাকা। প্রফেসর ডীন, স্কুল অফ ল ব্রাক ইউনিভার্সিটি, মহাখালী, ঢাকা) অত্যন্ত দক্ষতার সহিত অত্র বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

 

পরিশেষে বিদ্যালয়ের উত্তরোত্তর উন্নতি এবং সকলের সহযোগিতা কামনা করছি।