KHONDKER SHAMS UDDIN SMRITY HIGH SCHOOL
  ||  

ABOUT KHONDKER SHAMS UDDIN SMRITY HIGH SCHOOL

খন্দকার শামস্ উদ্দিন স্মৃতি  à¦‰à¦šà§à¦š বিদ্যালয় সম্পর্কিত তথ্য
ইতিহাসঃ ১৯৮৬ সালে গোপালগঞ্জ জেলা সদরের গোপীনাথপুর খন্দকার বাড়ীর খন্দকার পরিবারের ঐতিহ্য এবং  à¦ªà§à¦°à¦–্যাত আইনজীবি, সংবিধান বিশেষজ্ঞ সাবেক সাংসদ ঢাকা-৯ (ধানমন্ডি-মোহাম্মাদপুর) এর পৃষ্ঠপোষকতায় এবং ঐকান্তিক প্রচেষ্টায় এলাকা বাসীর অনুরোধে তাঁর পিতার স্মৃতি স্মরণে খন্দকার শামস্ উদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জনাব শামসের উদ্দিন মোহাম্মাদ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ছিলেন। বিদ্যালয়টি  à¦†à¦¨à§à¦·à§à¦ à¦¾à¦¨à¦¿à¦•à¦­à¦¾à¦¬à§‡  à§§à§© ফেব্রুয়ারী ১৯৮৬ সালে তৎকালীন জেলা প্রশাসক জনাব এহিয়া চৌধুরী শুভ উদ্বোধন করেন। তার মন্তব্যটি - “আমি এসেছি,আমি দেখেছি, আমি মুগ্ধ হয়েছি”। আরো উপস্থিত ছিলেন খন্দকার এ, এ কামরুদ্দিন  à¦¡à§€à¦¨ আইন অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয়, খন্দকার এ, এ মাহাতাব উদ্দিন মহাব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ, খন্দকার এ,এম, আশরাফ উদ্দিন চিকিৎসক হলি ফ্যামিলী হাসপাতাল, ঢাকা, খন্দকার এ,এম, মহসিন উদ্দিন এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রীম কোট, ঢাকা এবং খন্দকার মাহবুব উদ্দিন আহমাদ এর পরিবার বর্গ। বিদ্যালয়টি গত ০১/০১/১৯৮৬ ইং তারিখে নিম্ন মাধ্যমিক এবং ০১/০১/১৯৮৮ ইং তারিখে মাধ্যমিক হিসাবে স্বীকৃতি লাভ করে।

অবস্থানঃ 
          গোপালগঞ্জ জেলা সদর থেকে ১৭ কিলোমিটার দূরে গোপীনাথপুর উত্তর পাড়া, বাস ষ্ট্যান্ড (ঢাকা-খুলনা রোড) এর পূর্ব পাশে বিদ্যালয়টি অবস্থিত।
ঠিকানাঃ 
           à¦—্রামঃ গোপীনাথপুর উত্তরপাড়া,
           à¦¡à¦¾à¦•à¦˜à¦°à¦ƒ কাজীপাড়া, পোষ্ট কোডঃ ৮১০৩ 
           à¦‰à¦ªà¦œà§‡à¦²à¦¾à¦ƒ গোপালগঞ্জ সদর 
           à¦œà§‡à¦²à¦¾ ঃ গোপালগঞ্জ।